মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত কয়েক সপ্তাহে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৪ হাজার ১৯৫ জন মারা গেছে যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখেরও বেশি।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে যা যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ। কিন্তু দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এখনও লকডাউন দিতে নারাজ। তিনি বলেছেন, লকডাউনের ফলে যে অর্থনৈতিক ক্ষতি হবে তা ভাইরাসের চেয়েও মারাত্বক হবে। তবে গতকালের মৃত্যু পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট।
ব্রাজিলের বিভিন্ন শহরে দেখা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা অবস্থায় অনেক রোগীর মৃত্যু হয়েছে। বেশকিছু এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে।