করোনা মহামারি বিবেচনায় নিয়ে পোশাক শ্রমিকদের চাকরির নিরাপত্তার বিধান যুক্ত করে শ্রম আইন সংশোধনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
এছাড়াও করোনাকালে শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি মালিকদের কাছে প্রাধান্য পায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সকালে তৈরি পোশাকখাতে ‘করোনাভাইরাস উদ্ভুত সংকট: সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংস্থাটি।
এ সময় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, পোশাক মালিক ও বিদেশি ক্রেতা সংগঠনগুলোও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেয়নি। এতে সরকারকেই প্রণোদনার ভার বইতে হয়েছে। বরং করোনাকালে আইনের অব্যবহার করে কারখানা লে-অফ করেছে মালিকরা। এতে অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন। তাই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঠিক তালিকা প্রণয়নের কথাও বলছে টিআইবি।
পরীক্ষা না হওয়ায় করোনা আক্রান্ত শ্রমিকদের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।