ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিধানসভা নির্বাচনে মমতা দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) কুচবিহারে রাসমেলার মাঠে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আজ বলেন, ‘২ মে দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। গত দু’ দফার নির্বাচনে প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আজও তাই হচ্ছে। বাংলার ভোটে বিজেপির এমন ঢেউ উঠেছে যে, সেই ঢেউ তৃণমূল আর দিদির গুণ্ডাবাহিনীকে একপাশে নিয়ে গিয়ে ফেলেছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতাকে টার্গেট করে বলেন, ‘সম্প্রতি আপনি বলেছেন, সব মুসলিম এক হও। ভোট ভাগ হতে দিও না।এর মানে হলো আপনি মেনে নিয়েছেন যে, মুসলিম ভোট ব্যাঙ্ক যা আপনার শক্তি ছিল, তাও এখন আপনার হাতের বাইরে চলে গেছে। মুসলিমরাও আপনার থেকে এখন দূরে চলে গেছেন। আপনাকে প্রকাশ্যে এমন কথা বলতে হচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে আপনি নির্বাচনে হেরে গেছেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে ‘দিদি’সম্বোধন করে আরও বলেন, ‘দিদি প্রশ্ন করছেন, বিজেপি কী ভগবান যে ওরা বুঝতে পেরেছে প্রথম দু’দফার নির্বাচনে বিজেপি বেশি ভোট পেয়েছে! আদরনীয় ‘দিদি’আমরা ভগবান নই। সাধারণ মানুষ। মানুষকে ধন্যবাদ। তাঁদের আশীর্বাদ আর ভালবাসাই আমাদের শক্তি। এ জন্য ভগবানকে কষ্ট দিচ্ছেন কেন! জনতাই জনার্দন। তাদের দেখেই বোঝা যায় রাজ্যের হাওয়া কোন দিকে।’
‘বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, দিদি এবার ভোটে হারতে চলেছেন’ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।