প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজ বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভারে অনুষ্ঠিত আইন-শৃংখলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আমলে নেয়ার মত বড় ধরনের কোন অভিযোগ পাননি বলেও জানান সিইসি।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সব সময়ই নিরপেক্ষ। এসময় বিএনপিকে কমিশনের উপর আস্থা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।