পদ্মাসেতুর নকশায় কোনো ত্রুটি নেই। শুধু সমন্বয়ের ঘাটতি ছিল, সেটি ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বুধবার, ফরিদপুরের ভাঙায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরির উৎপাদন শুরুর উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চাহিদা অনুযায়ী সমন্বয় করে কাজ করা হচ্ছে। ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ হবে। প্রাথমিক ভাবে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথ নির্মান করা হবে।
তিনি আরও বলেন, পদ্মাসেতু দিয়ে একযোগে সড়ক ও রেলপথ উদ্বোধন হবে। আমরা আশা করছি এবং প্রকল্প সংশ্লিষ্টদের কাছে জানিয়েছি পদ্মাসেতু উদ্ধোধনের শুরুটা যেন সড়ক পথের পাশাপাশি ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে। ইতোমধ্যেই পদ্মাসেতুতে সড়ক পথের পাশাপাশি রেলপথের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। তাছাড়া ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের কাজ ইতিমধ্যে অনেকাংশেই হয়ে গেছে।