মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণে দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মেয়রের স্ত্রী কাননের (৩৭) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুল আযম খান বলেন, আমাদের এখানে ১২জন দগ্ধকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কানন নামে এক নারীকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। এক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ১০ জন ২০ শতাংশের কম দগ্ধ। তাঁদের অবজারভেশনে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে রামগোপালপুর এলাকার মেয়রের বাড়ির তিন তলার শয়নকক্ষে বিস্ফোরণে তাঁর স্ত্রী, প্যানেল মেয়র ও তিন কাউন্সিলরসহ বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেলে এবং এক জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁদের সবার শরীর ঝলসে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে জানালার কাচ ভেঙে পড়ে। ঘড়ের ভিতরে থাকা লোকজন ছুটোছুটি করতে থাকে। এসময় প্যানেল মেয়র রহিম বাদশা, মেয়রের স্ত্রী কাকন, কাউন্সিলর দ্বীন ইসলাম, তাইজুল, মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, সোহেল সেখানে ছিলেন।