লকডাউনে দোকানপাট খোলা রাখার দাবিতে ফরিদপুরের সালথায় পুলিশের সাথে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
সোমবার রাতে, ফরিদপুরের সালথায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার এসিল্যান্ড মারুফা সুলতানা ফুকরা বাজারে যান। এ সময় বাজারে লোক সমাগম ও দোকানপাট খোলা দেখতে পেয়ে এসিল্যান্ডের সহকারী একজনকে লাঠিপেঠা করে। এনিয়ে ক্ষুব্দ হয়ে উঠে স্থানীয়ারা। পরে পুলিশ ফুকরা বাজারে গিয়ে জনতার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এসআই মিজান ও দুই কনস্টেবল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ফুকরা বাজারে এলে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের উপর হামলা চালায়।
পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে, এ জাতীয় গুজব ছড়িয়ে সালথায় লোক জড়ো করা হয়। পরে সন্ধ্যার পর হাজার হাজার জনতা থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করে রাখেন। এক পর্যায়ে জনতা উপজেলা কমপ্লেক্স এর প্রধান ফটক ও থানার ফটকের সামনে আগুন ধরিয়ে দেয়। পরে উপজেলা কমপ্লেক্সের ভিতরে এবং গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এ সময় তারা উপজেলা চেয়ারম্যানের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়।