ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া (ইসটু) খেলা অবস্থায় ৩ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১২ লক্ষ ১১ হাজার টাকা এবং অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্পটে মোটা অংকের টাকায় অনলাইনে জুয়া (ইসটু) খেলা হচ্ছে। গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর জামতলা মোড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকার আবু সাঈদের ছেলে সজিব মিয়া (২৫), আব্দুল মোতালেবের ছেলে মাহফুজুর রহমান (৩৭) এবং আব্দুল জলিলের ছেলে মাহবুব করিম বাবু (৩৫) আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে নগদ ১২ লক্ষ ১১ হাজার টাকা এবং অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ৯ টি মোবাইল সেট উদ্ধার করে।
প্রাথমিকভাবে আটককৃতরা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার পর আদালতে পাঠানো হবে।