দেশব্যাপী লকডাউনের কারণে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ইমিগ্র্যান্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট/ভিসার সাক্ষাৎকার সোমবার (৫ এপ্রিল) থেকে বাতিল করেছে মার্কিন দূতাবাস। আগামী ৭ এপ্রিল পর্যন্ত এটা বলবৎ থাকবে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে অভিবাসী এবং অন-অভিবাসী ভিসার নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। ৮ এপ্রিল তারিখের অন-অভিবাসী ভিসার সাক্ষাত্কারগুলি ১১ মে তারিখে পুনর্নির্ধারণ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আরোপিত ভিসা ফি যে দেশে প্রদান করা হয়েছিল, সে দেশে ফি প্রদানের দিন থেকে এক বছর পর্যন্ত মেয়াদ থাকবে এবং ভিসা ফি ব্যবহার করা যাবে।
এছাড়া কারো যুক্তরাষ্ট্রে জরুরি ভ্রমণের প্রয়োজন হলে অ্যাপয়েন্টমেন্টের জন্য দূতাবাসের লিঙ্কে দেওয়া নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ডকুমেন্ট সরবরাহ কেন্দ্রগুলিও বন্ধের ঘোষণা দিয়েছে দূতাবাস।